মুলারের প্রতিবেদন: ট্রাম্পের জয়ে ছিলো না রুশ যোগসাজশ

|

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য রাশিয়ার সাথে কোন যোগসাজশ ছিলো না ডোনাল্ড ট্রাম্পের। রর্বাট মুয়েলারের দীর্ঘ ২২ মাসের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার কংগ্রেসের কাছে হস্তান্তর করা প্রতিবেদনটির ৪ পৃষ্ঠার সারাংশ রোববার উপস্থাপন করেন, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তাতে, মুয়েলারের কয়েকটি লাইন হুবহু তুলে ধরা হয়। যাতে বলা হয়, তদন্ত চলাকালে আইনি প্রক্রিয়াতেও কোন বাধা দেননি প্রেসিডেন্ট, হোয়াইট হাউজ বা তার সহযোগিরা। আর, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেহেতু কোন অপরাধ প্রমাণিত হয়নি সুতরাং, রুশ হস্তক্ষেপ ইস্যুতে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না।

এদিকে, নির্বাচনের আগ-মুহূর্তে প্রতিবেদনের তথ্যে স্বস্তি ফিরেছে ডোনাল্ড ট্রাম্পের মনে; পোস্ট করেছেন এ বিষয়ক টুইট-ও। অবশ্য বিরোধীদের অভিযোগ প্রতিবেদনে কংগ্রেসের কাছে হস্তান্তরের ৪৮ ঘণ্টা পর, এর সারাংশ জনসম্মুখে আনা খুবই সন্দেহজনক। এ সময়ের মধ্যেই কোন নয়ছয় করা হয়েছে- এমন অভিযোগ ডেমোক্র্যাটদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply