তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন: আওয়ামী লীগ ৮০, স্বতন্ত্র ৩১, জাতীয় পার্টি ১

|

তৃতীয় ধাপে ১১৭ উপজেলা নির্বাচনের মধ্যে ১১২টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন ৮০টিতে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৩১টি উপজেলায়। একটিতে জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী।

অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয় কিশোরগঞ্জের কটিয়াদীতে। এছাড়া সহিংসতার কারণে চট্টগ্রামের চন্দনাইশসহ চার উপজেলার ফলাফল স্থগিত রয়েছে। তৃতীয় ধাপে ১২৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরমধ্যে আইনী জটিলতায় স্থগিত করা হয় চার উপজেলার নির্বাচন। ৬টি উপজেলায় সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হয়নি। আইনি জটিলতায় স্থগিত হয় ৫টি উপজেলার ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হয়েছেন মোট ৩২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply