ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আসামিদের খালাস দেয়ায় ভারতের নিন্দায় পাকিস্তান

|

‘সমঝোতা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের মামলায় ৪ চরমপন্থীকে বেকসুর খালাস দেয়ায় ভারতের কঠোর নিন্দা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

বৃহস্পতিবার ভারতের আদালত ১২ বছর আগের এই সন্ত্রাসী তৎপরতার চূড়ান্ত রায় দেয়।

মোহালির আদালতে আসামি পক্ষের আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি জাতীয় গোয়েন্দা সংস্থা। সুতরাং, তাদের বেকসুর খালাস দেয়া হোক। বিচারপতি এই যুক্তি আমলে নিয়েই রায় দেন।

২০০৭ সালে, নয়াদিল্লি থেকে আত্তারি যাওয়ার পথে ‘সমঝোতা এক্সপ্রেসে’র দুটি বগিতে আগুন লাগিয়ে দেয় চরমপন্থিরা। এই হামলায় প্রাণ হারান ৬৯ জন যাদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ভারতের আদালতে সমঝোতা এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার যে রায় শোনানো হলো তাতে গোটা পাকিস্তান স্তব্ধ। প্রথম কথা হলো- ১২ বছর পর এলো কাঙ্খিত রায়। তার ওপর অভিযুক্ত ৪ জনকেই বেকসুর খালাস দেয়া হলো। মূলত পুলওয়ামা হামলায় পাকিস্তানকে ফাঁসাতে না পেরেই এ ন্যাক্কারজনক রায় দিলো নয়াদিল্লি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply