চাকসু নির্বাচনের জন্য নীতিমালা প্রণয়ন কমিটি গঠন

|

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত করার জন্য পাচঁ সদস্যের নীতিমালা প্রণয়ণ কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলমকে প্রধান করে এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, সহকারী প্রক্টর ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্র। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন নির্বাচনী পর্ষদ শাখার প্রধান মো. ইউসুফ।

উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। এরপর থেকে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের বৃহৎ এই বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচন। সম্প্রতি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার পর এবার তোড়জোর শুরু হয়েছে চাকসু, রাকসু, জাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply