নাব্যতা সঙ্কটের কারণে বসানো হয়নি পদ্মা সেতুর নবম স্প্যান

|

পদ্মা সেতুতে আগামীকাল বসছে নবম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর বসানো হচ্ছে এ সুপারস্ট্রাকচার।

তবে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো কাজ শুরু হলেও নদীতে নাব্যতা সঙ্কটের কারণে স্প্যান বহনকারী ক্রেনটি সঠিকভাবে নোঙ্গর করতে না পাড়ায় স্প্যানটি বসানো সম্ভব হয়নি।

এর আগে বুধবার সকালে প্রায় ৪ হাজার টন ওজনের ধূসর কাঠামোটি মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরায় আনা হয়।

নবম স্প্যানটি বসলে দুই প্রান্ত মিলিয়ে পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার অংশ দৃশ্যমান হবে। এ পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে বসেছে ২১১টি পাইল।

সেতু বিভাগ জানিয়েছে, চলতি মাসে আরেকটি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। রোড ও রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে কিছু অংশে। সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল পদ্মা সেতু তৈরি হবে ৪২টি পিলারের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply