ব্রেক্সিট কার্যকর পেছাতে থেরেসা মে’র চিঠি

|

ব্রেক্সিট কার্যকরের সময় ৩ মাস পেছাতে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাক্সকে পাঠানো চিঠিতে ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানান তিনি।

এক বিবৃতিতে থেরেসা মে বলেন, পূর্ব নির্ধারিত ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট কার্যকরে প্রস্তুত নয় ব্রিটেন। এ প্রক্রিয়া ৩০ জুনের পর আর বিলম্বিত করতে চান না বলেও জানান তিনি। সময়সীমা বাড়ানো হবে কীনা তা ঠিক করবে ইইউ জোটের বাকি ২৭ দেশ। অবশ্য ব্রিটেনের প্রস্তাব স্বাগত জানিয়েছে জার্মানি। চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে গেল সপ্তাহে তিন মাসের জন্য বিচ্ছেদ প্রক্রিয়া পেছানোর রায় দেন ব্রিটিশ আইনপ্রণেতারা। চলতি মাসে চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরে থেরেসা মে’র প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করেছে হাউস অব কমন্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply