‘আবরার ফুটওভার ব্রিজ’ এর নির্মাণ কাজ উদ্বোধন করলেন মেয়র

|

বাস চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে প্রগতি সরনিতে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তারা সেখানে নিহত আবরারের নামে একটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, নিরাপদ সড়কের চাওয়া সকলের। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবে সিটি করপোরেশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন জানিয়ে আতিকুল ইসলাম সব শিক্ষার্থীকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

এসময় ডিএমপি কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। যত্রতত্র বাস যেন না দাঁড়ায় তার জন্য কাজ শুরু হয়েছে। এছাড়া বাসগুলোকে ফ্রাঞ্চাইজি করে ৬টি বাস কোম্পানিতে পরিণিত করা হবে বলে জানান তিনি। প্রগতি সরনিতে হাজির হয়ে বিউপির উপাচার্য তার শিক্ষার্থীদের কাছে দাবি বাস্তবায়নের জন্য সময় চান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply