বাস চাপায় শিক্ষার্থী নিহত; দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

|

রাজধানীতে সকালে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল -বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা। এ ঘটনায় বসুন্ধরা গেটে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুনও দেয়া হয়।

কিছুক্ষণ আগে অবরোধ মুলতবি করে কাল বুধবার সকাল ৮টায় আবারও অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটের সামনে জেব্রা ক্রসিং দিয়ে সড়ক পার হচ্ছিলেন আবরার। এসময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিইউপি শিক্ষার্থী আবরারের।

পথচারীরা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক। সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউপি ছাড়াও আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। দোষী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে এখনও চলছে তাদের বিক্ষোভ।

শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের আশ্বাস দেন। বলেন- শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির সাথে একমত তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply