নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১ এপ্রিল

|

বিএনপির চেয়ারপারসন খালেদার নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আজকের মত শেষ। আগামী ১ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতে বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে শুনানি হয়। আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে। তার আইনজীবী বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও তাকে আদালতে হাজির করা হয়েছে।

দুদকের আইনজীবী বলেন, আসামিপক্ষ মামলা নথি চেয়ে অহেতুক সময়ক্ষেপণ করছেন। কিন্তু মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করছেন না। কানাডিয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। পরের বছর খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply