নেদারল্যান্ডসের সন্দেহভাজন হামলাকারী আটক

|

নেদারল্যান্ডসের ইউতরেখ শহরে চালানো হামলায় আটক করা হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে। বর্তমানে তাকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।

দেশটির আইনমন্ত্রী জানান, আটক সন্দেহভাজন তুর্কি বংশোদ্ভুত। ৩৭ বছর বয়সী এই যুবককে গকম্যান তানিস হিসেবে শনাক্ত করে পুলিশ। হামলার ঘণ্টাখানেক পর, তাকে আটক করে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সময় সোমবার, একটি চলমান ট্রামে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারায় তিনজন; গুলিবিদ্ধ হন আরও ৫ আরোহী। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। শহরটিতে এখনও চলছে তল্লাশি অভিযান। নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।

নেদারল্যান্ডসের আইনমন্ত্রী ফার্ড গ্রাপারহস বলেন, আটক হওয়া সন্দেহভাজন ৩৭ বছর বয়সী গকম্যান তানিস। হামলার কারণ এখনও অস্পষ্ট। এখনো বিভিন্ন প্রশ্ন আর গুজব ঘুরপাক খাচ্ছে। জন-সাধারণের উদ্দেশ্যে বলছি, আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে একজনই ছিলেন বন্দুকধারী। সুতরাং, ভয় পাবার কোন কারণ নেই।

তবুও শহরটিতে জারি রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। চলছে হামলা সংক্রান্ত তদন্তও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply