আদালতে ঢুকে ট্যারান্টকে ছুরিকাঘাতের হুমকি

|

আল নূর মসজিদে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় মূল অভিযুক্ত ব্রেন্টর ট্যারান্টকে শনিবার সকালে ক্রাইস্টচার্চের জেলা আদালতে তোলা হয়।

২৮ বছর বয়সী অস্ট্রেলীয় ঠাণ্ডা মাথার এই খুনিকে যখন আদালতে নেয়া হচ্ছিলো, তখন আদালত প্রাঙ্গনে শত শত মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে একজন আদালতে প্রবেশ করে ট্যারান্টকে ছুরিকাঘাতে উদ্যত হয়। তবে সতর্ক নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয়।

পরে নিউজিল্যান্ড হেরাল্ডের সাংবাদিককে সেই ব্যক্তি ছুরি দেখিয়ে জানায়, এটা দিয়েই সে ট্যারান্টের বিচার করতে চায়। মসজিদের ঘটনার প্রসঙ্গ টেনে বলে, এটা কীভাবে সম্ভব!

আল নূর মসজিদে নিহতদের স্বজনদের অনেকেও উপস্থিত হয়েছিলো আদালত প্রাঙ্গনে। তারা এসেছিলেন, একবার দেখতে এমন নির্মম হত্যাযজ্ঞ যে চালাতে পারে, সে কেমন নরপিশাচ! ট্যারান্টকে নিয়ে পুলিশের গাড়ি যখন আদালতে প্রবেশ তখন বিক্ষুব্ধ জনতা চিৎকার বলে, ‘তার জন্য নরকের আগুন অপেক্ষা করছে’।

নিরাপত্তার কারণে আদালতের কার্যক্রমে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। তবে সীমিত সংখ্যায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply