চীন সীমান্তে সেনা-অস্ত্র বাড়াচ্ছে ভারত, সতর্কতা বৃদ্ধি

|

চীনের সাথে পূবাঞ্চলীয় সীমান্তে সৈন্য ও অস্ত্র-সরঞ্জাম আরও বাড়াচ্ছে ভারত। একই সাথে সিকিম ও অরুণাচল প্রদেশে চীনা ১৪০০ কিলোমিটার সীমান্ত এলাকায় আগের চেয়ে সতর্কতার স্তর বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স ও পিটিআই’র খবরে বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের আরও সংহত ও প্রস্তুত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

তবে দেশটির সেনা কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চীন-ভারত ও ভুটান ত্রিসীমানায় অবস্থিত ডুকলাম নামক একটি ভূখণ্ডের নিকটবর্তী এলাকায় চীনের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গত জুনের মাঝামাঝি দিল্লি ও বেইজিংয়ে মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর দুইপক্ষ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে।

পারমানবিক শক্তিধর দেশ দুটির কেউই নিজেদের অবস্থান থেকে সরে না আসায় বিশ্লেষকরা ধারণা করছেন, বর্তমান পরিস্থিতির কোনো কূটনৈতিক সমাধান নেই। যে কোনো মাত্রায়ই হোক একটি সামরিক দ্বন্দ্ব উভয় দেশের মধ্যে অনিবার্য হয়েছে পড়েছে। তবে সেটা কবে এবং কিভাবে হবে তা শুধু সময়ই বলে দেবে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply