স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

|

নিজস্ব প্রতিবেদক,নেত্রকোণা
পারিবারিক কলহের জেরে নেত্রকোণার পূর্বধলায় স্ত্রী লাভলী আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক (পলাতক) মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা। দন্ডপ্রাপ্ত ফারুক পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বিয়ের কয়েক মাসের মধ্যেই ২০০৯ সনের ১ সেপ্টেম্বর ভোর রাতে ফারুক মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রী লাভলী আক্তারকে হত্যা করে। রাতেই লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পরের দিন সকালে লাভলীর বাবা জয়নাল আবেদীন খবর পেয়ে পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ফারুক ও তার মাসহ মোট ৫ জনকে আসামি করে লাভলীর বাবা বাদি হয়ে ২ সেপ্টেম্বর পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ফারুক মিয়া ও তার মাকে আসামি করে ২০১২ সনের ৩১ জুলাই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। মোট ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ফারুক মিয়ার অনুপস্থিতিতে আদালত এ রায় দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply