এখনই বৈধতা পাবে না ইলেকট্রিক থ্রি হুইলার

|

আপাতত ইলেকট্রিক থ্রি হুইলার যানকে বৈধতা দেয়ার সুযোগ নেই। খতিয়ে দেখতে হবে ব্যাটারির বর্জ্য ব্যবস্থাপনা নীতি; দরকার আরও আধুনিকায়ন। এ জন্য বিআরটিএ-সহ সরকারের অন্যান্য বিভাগকে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

সকালে, থ্রি হুইলার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। এর আগে মূল প্রবন্ধে বলা হয়, এসব যানকে বৈধতা দেয়া হলে বছরে ২০ কোটি ডলার রাজস্ব পাবে সরকার। পরিবেশবান্ধব হওয়ায় সাশ্রয় হবে জ্বালানির। তাই বিদ্যুৎচালিত থ্রি হুইলারের জন্য নতুন চার্জিং স্টেশন করার দাবি জানান আয়োজকরা। পরে বাণিজ্যমন্ত্রী বলেন, যে কোনো গণপরিবহন নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার বিআরটিএ’র। তবে বছরে এসব যানের চার্জে ব্যবহার হয় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ। তাই থ্রি হুইলার খাতে নতুন বিনিয়োগ আসার আগে টেকসই কাঠামো নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply