ডাকসু পুনঃনির্বাচনের দাবিতে অনশন চলছে

|

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের জন্য পুনঃ তফসিলের দাবিতে অনশন চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৬ শিক্ষার্থী অনশন শুরু করলেও সকাল থেকে যোগ দিয়েছে আরও শিক্ষার্থী।

অনশনকারীরা বলছেন, শিক্ষকদের সহযোগিতায় ডাকসু এবং হল সংসদে প্রহসনের নির্বাচন হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আবার নির্বাচন আয়োজন করা হোক। সুষ্ঠু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে যেই নির্বাচিত হবে তিনি হবেন তাদের প্রতিনিধি এমনটাই বলছেন অনশনকারিরা।

অনশনের সময় তাঁদের পাশে রাখা তিনটি প্ল্যাকার্ডে লেখা দেখতে পাওয়া যায়, ‘একটা ফেয়ার ইলেকশনের জন্য…’ ‘আমরণ অনশন…’ ও ‘শিক্ষকদের ভোট ডাকাতি এই লজ্জা কোথায় রাখি?

অনশনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply