পুনঃতফসিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিলো বাম জোট

|

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

লিটন নন্দী বলেন, ফল বাতিল করে পুনঃতফসিলের দাবিতে আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি উপাচার্য বরাবর লিখিত অবেদন দেওয়া হবে। এরপর সেখানে অবস্থান নেবে ভোট বর্জনকারী ৫টি প্যানেল।

এইজন্যে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হবে। এতে কাজ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

লিটন নন্দী বলেন, এজন্য তিনদিনের আল্টিমেটাম দেওয়া হবে। এতে কাজ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে ভিপিসহ সব পদের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply