সীমান্ত অপরাধ দমনে একসাথে কাজ করবে বিজিবি-বিএসএফ

|

সীমান্ত অপরাধ দমনে আরও সক্রিয়ভাবে কাজ করতে একমত হয়েছে বিজিবি-বিএসএফ। দুপুরে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান। ভারতের পক্ষে ছিলেন কোলকাতা বিএসএফএর ডিআইজি রাজিব রঞ্জন শর্মা। বৈঠকে বিএসএফএর ১২ জন এবং বিজিবির ২৬ সদস্য অংশ গ্রহণ করেন।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, মাদকদ্রব্য পাচার, অনুপ্রবেশ রোধ, অস্ত্র এবং নারী ও শিশু পাচার রোধে দুপক্ষই একমত হয়েছে। নিয়মিত সমন্বয় বৈঠকের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা করতেও একমত হয়েছে দু’পক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply