ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট!

|

নিজ দপ্তরের কর্মীর ভুলে ডিঅ্যাক্টিভেট হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। বৃহস্পতিবার ১১ মিনিট ধরে বন্ধ থাকে তার অ্যাকাউন্ট।

স্থানীয় সময় সন্ধ্যার দিকে তার অ্যাকাউন্টে ঢুকলে দেখা যায়, পেজটি বন্ধ রয়েছে। শুরুতে বলা হয়, প্রেসিডেন্টের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেন তারই এক কর্মকতা। বিষয়টি খতিয়ে দেখার পর সামাজিক যোগাযোগে মাধ্যম টুইটার জানায়, প্রতিষ্ঠানটিরই এক কর্মী ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেন। বৃহস্পতিবারই টুইটারে চাকরির মেয়াদ শেষ হয় কাস্টমার সাপোর্টে থাকা ওই কর্মীর। চাকরি ছেড়ে যাওয়ার আগেই তিনি এই অঘটন ঘটিয়ে যান। টুইটার জানিয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সে বিষয়ে সচেষ্ট থাকবে প্রতিষ্ঠানটি। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই টুইটারে ব্যাপক সক্রিয় ট্রাম্প। ২০০৯ সালে খোলা তার অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা এখন ৪ কোটি ১৭ লাখ। অবশ্য অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply