গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি

|

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি’র প্রথমদিনের গণশুনানি শেষ হয়েছে। এতে এক বছরের মধ্যে দুইবার দাম বাড়ানো অযৌক্তিক বলে উঠে আসে।

রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ গণশুনানি। এতে দাম বৃদ্ধির আভাস দেয় কর্তৃপক্ষ। তবে দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, কমিশন আবেদনের ক্ষেত্র যাচাই না করেই এমন শুনানির আয়োজন করেছে, যা অযৌক্তিক। এছাড়া ২৫ হাজার কোটি টাকা ঘাটতি নিয়ে চলছে পেট্রোবাংলা। ঘাটতি পূরনে এভাবে গ্যাসের মূল্যহার বৃদ্ধি যৌক্তিক নয় বলেও মত দেন তারা। দাবি জানান সিস্টেম লস কমানোর। বক্তারা বলেন, দক্ষতা ও নজরদারি বাড়িয়ে এই খাতে লোকসান কমাতে হবে। আগামীকাল আবারও শুনানি হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply