রোকেয়া হলে দুপুর ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত

|

রোকেয়া হলে দুপুর ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ডাকসু নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর ৩ টার পর আবার ভোট গ্রহণ শুরু হবে। তবে কতক্ষণ ভোট চলবে তা জানা যায় নি।

এদিকে হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

এরআগে সকাল থেকে বেগম রোকেয়া হলে শিক্ষার্থীদের বিক্ষোভে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় এবং ভোট কারচুপির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। এসময় হলের প্রোভস্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়া শিক্ষার্থীরা।

এর আগে অন্যান্য হলে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় একাধিক প্রার্থী অভিযোগ করে যে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

বাম জোট থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী জিএস মুনিরা দিলশাদ ইরা বলেন, ‘সকালে যখন ভোটগ্রহণ শুরু হয়, তখন আমরা ব্যালট বাক্স দেখতে চাইলেও দেখানো হয়নি। পরে আমরা বিক্ষোভ শুরু করলে ৯টার দিকে ব্যালট বাক্স দেখানো হয়। রোকেয়া হলে ব্যালট বাক্স থাকার কথা ৯টি। তবে আমাদেরকে দেখানো হয়েছে ছয়টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply