বিশ্বে সবচেয়ে বয়স্ক নারী ‘কানে টানাকা’

|

বিশ্বে সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পেলেন জাপানের নারী ‘কানে টানাকা’। তার বয়স ১১৬ বছরেরও বেশি। গিনিসে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাকে এই স্বীকৃতি দেয়। শনিবার তার হাতে তুলে দেয়া হয় এ সনদ। এসময় উপস্থিত ছিলেন তার পরিবারের অনান্য সদস্যরা।

১৯০৩ সালের ২ জানুয়ারি জাপানের ফুকুয়াকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। দু’দুটো বিশ্বযুদ্ধ ও রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক জাপানের উত্তরণ প্রত্যক্ষ করেছেন ‘কানে টানেকা’। এখনও তিনি দিব্যি চলাফেরা করতে পারেন। বিশ্বে সবচেয়ে বেশি বয়সের রেকর্ডটি আছে ফ্রান্সের জেনি কালমেন্ট-এর। ১৯৯৭ সাথে মৃত্যুর সময় তার বয়স ছিল ১২২ বছর ১৬৪ দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply