উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট চলছে

|

চলছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট। ৭৮ উপজেলায় সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সকাল থেকে প্রায় সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। তবে এরমধ্যে সিরাজগঞ্জে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। সদরের একটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। স্থগিত করা হয়েছে ভোটগ্রহণ। এছাড়া অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের ৬টি ও সুনামগঞ্জের শাল্লায় একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ে ভোটার সংখ্যাও। পুরুষের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতিও প্রায় সব কেন্দ্রেই চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

বেলা বাড়লে ভোটার সংখ্যা বাড়বে বলে আশাবাদী নির্বাচন সংশ্লিষ্টদের। ৮৭ উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ভোট হচ্ছে ৭৮টিতে। আইনি জটিলতায় ৬টিতে আগেই স্থগিত হয় নির্বাচন। শুক্রবার প্রভাব বিস্তার এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থগিত করা হয় আরও ৩টির ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply