গণফোরাম থেকে বহিষ্কার সুলতান মনসুর, শপথ নেবেন না মোকাব্বির

|

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় সুলতান মুহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। এসময় তিনি আরো জানান, দল থেকে বহিষ্কারের পাশাপাশি সুলতান মনসুরের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। গণফোরাম থেকে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেবেন না বলে জানান তিনি।

এর আগে, বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন সুলতান মনসুর। মৌলভীবাজার-২ আসন থেকে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

শপথ নেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। একই সঙ্গে তিনি ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বাকি সাত সদস্যকেও শপথ নেয়ার আহ্বান জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply