আবারও বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস

|

আবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন, অনলাইন শপ আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

মার্কিন জনপ্রিয় সাময়িকী ফোবর্স প্রকাশ করে বিশ্বজুড়ে ধনীদের তালিকা। যে তালিকায় ১৩ নম্বরে উঠে এসেছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। আর ৩ ধাপ পিছিয়ে ৮ নম্বরে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ফোর্বস জানায়, এবছর রেকর্ড ৭১ তরুণ ধনকুবের জায়গা করে নিয়েছে তালিকায়। যাদের বয়স ৪০ বছরের নিচে। তবে মাত্র ২১ বছর বয়সেই সবচেয়ে কণিষ্ঠ ধনী ব্যক্তি এই তালিকায় স্থান করে নিয়েছেন কেইলিন জেনার নামের এক তরুণ। ফোবর্সের প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়, তরুণদের মধ্যে ১৮ দেশের ২১ জন নতুন করে তালিকাভুক্ত হয়েছে। যাদের বেশির ভাগই ব্যক্তি উদ্যোগে ধনী হয়েছে।এবছর মোট স্থান পেয়েছে ২ হাজার ১৫৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply