কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল, খুলে নেয়া হয়েছে কৃত্রিম সাপোর্ট

|

অনেকটাই স্থিতীশীল অবস্থায় রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা, সড়িয়ে নেয়া হয়েছে হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন। ফলে বর্তমানে কৃত্রিম সাপোর্ট ছাড়াই তাঁর হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।

পাঁচসদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ’র বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ দুপুরে এ তথ্য জানান।

ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভাল অবস্থায় রয়েছে। ঘুমের ঔষধের পরিমানও কমিয়ে আনা হয়েছে। একইসাথে ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এখন তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।

এর আগে ডা.ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি তৃতীয় দিনের মত আজ দুপুরে ব্রিফ করেন।

আগামীকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন বলে জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply