নির্বাচনে যে কোনো অনিয়মে কমিশন জিরো ট্রলারেন্স: শাহাদাত হোসেন চৌধুরী

|

সুনামগঞ্জ প্রতিনিধি
নির্বাচন কমিশনার ব্রি.(অব) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই কোন নির্বাচনে পূর্বরাত্রে ভোট বাক্সে ব্যালেট ভরে দেয়া কিংবা ভোটের দিন কোন রকমের অনিয়ম, ভোটের পরে ভোটের গণনার সময় অনিয়ম কোন ভাবেই মেনে নেয়া হবে না। এব্যাপারে নির্বাচন কমিশন জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করবে।

তিনি বুধবার সুনামগঞ্জে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অবাধ সুষ্টু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্যই নির্বাচন কমিশন দায়িত্ব প্রাপ্ত। কোন কারণে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনে পড়ে। বাংলাদেশ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, আইনানুগ নির্বাচন পরিচালনা করতে চায়। এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোন ধরনের শৈথিল্য, কোন ধরনের পক্ষপাতিত্ব মেনে নিতে প্রস্তুত নয়। তিনি এসময় আচরণবিধি ব্যাপারে স্ব স্ব কর্মকর্তাদের নানা দিক নির্দেশান দেন।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা রিটানিং কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply