ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু নিপাহ ভাইরাসে

|

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গেলো মাসে অল্প কিছুদিনের ব্যবধানে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয় নিপাহ ভাইরাসে। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- IEDCR।

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, মৃত ব্যক্তিদের মধ্যে একজনের শরীরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। বাকিদের শরীরের নমুনা সংগ্রহ করা না গেলেও তাদের চিকিৎসার কাগজপত্র ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়।

খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে কেউ একজন প্রথমে নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। অন্যরা সেই ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে আক্রান্ত হন। গেলো মাসে বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ মরিচপাড়া গ্রামে অল্পদিনের ব্যবধানে একই পরিবারে ৫ জন মারা যান। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ অনুসন্ধানে দল পাঠায় IEDCR।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply