সৌদি কূটনীতিক হত্যায় আসামি সাইফুলের মৃত্যুদণ্ড কার্যকর

|

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আজ রোববার রাত ১০ টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করেছে কাশিমপুর হাইসিকিউরিটি প্রিজন্স কারাগার কর্তৃপক্ষ।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন।

এর আগে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানিয়েছিলেন, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুনের ফাঁসি রোববার রাতে কার্যকর করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।

২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালাফ আল আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply