লে-আউট পরিবর্তন করে পূর্বাচলে রাজউকের ৮৪টি প্লট বরাদ্দ, অসন্তোষ হাইকোর্টের

|

হাইকোর্টের নির্দেশ অবজ্ঞা করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের লে-আউট প্ল্যান পরিবর্তন করে ৮৪টি প্লট বরাদ্দ করেছে রাজউক। নজরে এলে এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদের এর দ্বৈত বেঞ্চে পত্রিকার প্রকাশিত রাজউকের এই অনিয়ম তুলে ধরেন সুপ্রিম কোর্টৈর এক আইনজীবী।

যারা প্রাপ্য, তারা প্লট পায় না, কিন্তু গোপনে ঠিকই প্লট বরাদ্দ হয় বলে মন্তব্য করেন আদালত। আদালত আরো বলেন, এই ঘটনা দুদককে তদন্ত করতে হবে। অ্যাটর্নি জেনারেলকে অবহিত করে রিট পিটিশন দায়ের নির্দেশও দেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৪ মার্চ ধার্য করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply