রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কনটেইনার চাপায় দুই শ্রমিক নিহত

|

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র্রের অভ্যন্তরে কন্টেইনার চাপা পড়ে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত অপর এক শ্রমিকের অবস্থায় আশংকাজনক খুলনার গাজী মেডিকেলের আইসিইউতে রয়েছে।

নিহত দুই শ্রমিকের নাম নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) বলে রবিবার দুপুরে নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। শনিবার বিকেলে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি কনটেইনার কাত হয়ে কর্মরত শ্রমিকদের উপর পড়ে গেলে ওই দুই শ্রমিক নিহত ও সোহনুর নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, রবিবার দুপুরে নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নায়েব আলী ও মো. ফিরোজের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত সোহানুর খুলনার গাজী মেডিকেলের আইসিইউতে রয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া বলে জানান তিনি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply