২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস

|

পতাকা উত্তোলন দিবস আজ। ২ মার্চ বাঙালির মনন, মুক্তি, স্বাধিকার ও চেতনার প্রতীক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের অগি্নঝরা মার্চের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সংগ্রাম পরিষদের এক সমাবেশে প্রথমবারের মতো উত্তোলিত হয় গাঢ় সবুজের মাঝে রক্তলাল বৃত্তে স্বাধীন বাংলাদেশের সোনালি মানচিত্রখচিত পতাকা।

মানচিত্র খচিত লাল-সবুজ পতাকাটি নকশা করেন শিব নারায়ণ দাশ। ছাত্রলীগের নেতৃত্বাধীন ডাকসু নেতারা সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরেন জাতীয় পতাকা। যদিও, এটি তৈরি হয় সত্তরের ফেব্রুয়ারিতেই। মানচিত্রখচিত ওই পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন ছাত্রলীগের তৎকালীন নেতা আ স ম আব্দুর রব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের একটি কক্ষে খুব সতর্কতার সাথে পতাকার নকশা চূড়ান্ত করেন ছাত্রনেতারা। পরে বঙ্গবন্ধুর পরামর্শে পটুয়া কামরুল হাসান পতাকার নকশা থেকে মানচিত্র বাদ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply