আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারছে না বাংলাদেশ

|

আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারছে না বাংলাদেশ। বৃহস্পতিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে একথা বলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

তিনি জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেয়ার স্থান সংকুলান করতে পারছে না বাংলাদেশ। তাছাড়া রাখাইনে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায়; স্বেচ্ছায় কোন রোহিঙ্গাকে প্রত্যাবাসনও করা যাচ্ছে না। এ ব্যাপারে মিয়ানমার নিষ্ফল আশ্বাস এবং প্রত্যাবাসনের কাজে বাঁধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন, শহীদুল হক। সু চি প্রশাসনের উদাসীনতায় হতাশা জানিয়েছেন জাতিসংঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স। বাংলাদেশের সমর্থন টেনে তিনি বলেন, রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক করার কোন পদক্ষেপ নেই, নেইপিদোর। পরিষদের অন্যান্য সদস্যরাও রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। জাতিসংঘের হিসাবে, বাংলাদেশে বর্তমানে আশ্রিত ৯ লাখ ২০ হাজার রোহিঙ্গা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply