পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর আর নেই

|

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, পিআইবির মহাপরিচালক, সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেশ কয়েক বছর ধরে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, ডায়বেটিসসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন শাহ আলমগীর। পরিস্থিতি জটিল হলে ২১ ফেব্রুয়ারি রাতে তাকে ভর্তি করানো হয় সিএমএইচে। তার মৃত্যুতে সাংবাদিক জগতে শোকের ছায়া নেমে এসেছে।

শাহ আলমগীরের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলায়। ‘সাপ্তাহিক কিশোর বাংলা’ দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। এরপর বিভিন্ন জাতীয় দৈনিক এবং পরবর্তীতে একুশে টিভি, যমুনা টিভির মতো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন। ২০১৩ সালের ৭ জুলাই পিআইবি’র মহাপরিচালকের দায়িত্ব পান শাহ আলমগীর। এর আগে তিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply