দ্বিতীয় দিনের মতো বৈঠকে ট্রাম্প-কিম

|

ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।বৃহস্পতিবার, স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় আলোচনা; যা দিনব্যপী চলবে।

সিঙ্গাপুর বৈঠকে সই হওয়া পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন ইস্যু বাস্তবায়নে চলছে কথাবার্তা। প্রথম দিনের বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে দু’দেশ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উত্তর কোরিয়া। দু’দিনের বৈঠক শেষে আজই নিজ নিজ দেশে ফেরার কথা দুই রাষ্ট্রপ্রধানের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply