ইমরান ও মোদিকে আলোচনায় বসার আহ্বান মালালা’র

|

ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানে দু’দেশের সরকার প্রধানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। বুধবার এক টুইট বার্তায় এ আহ্বান জানান তিনি।

‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী মালালা। তিনি বলেন, সত্যিকারের নেতৃত্বের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মির সংকট সমাধান করবেন।

মালালা বলেন, যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সবাই অবগত। বিশ্বে চলমান যুদ্ধগুলোর কারণে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। আর কোন যুদ্ধ চাই না আমরা। এসময় দুই দেশের মধ্যকার সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান মালালা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply