ইয়াবার চেয়ে ১০০ গুন ভয়ংকর নতুন মাদক ‘আইস’

|

নতুন মাদক ‘আইস’ ইয়াবার চেয়ে ১০০ গুন ভয়ংকর। এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

গতকাল রাতে রাজধানীর জিগাতলার একটি বাসায় আইস নামক একটি মাদক তৈরির কারখানার সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে ২৯ গ্রাম আইস মাদকসহ বিপুল পরিমাণ মাদক তৈরির কাচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জামাল উদ্দীন আরো জানান, আইস পিল কারখানার মূলহোতা হাসিব মুয়াম্মার রশিদ (৩২)। অভিযুক্ত রশিদ একজন সফটওয়্যার ইনঞ্জিনিয়ার। তারা বাবাও সফটওয়্যার ইনঞ্জিনিয়ার ছিলেন। ঝিগাতলার ৭/এ রোড়ের ৬২ নং বাড়িতে অভিযান চালিয়ে বেইজমেন্টে এ মাদক তৈরির আধুনিক ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায়। সেখানে আইস ও এমডিএমএসহ বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া যায়। তবে মূল হোতা রশিদ পলাতক রয়েছেন। তাকে আটক করার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে। পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযানে রশিদের ব্যবহৃত ৮টি ডেবিট ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply