বিমান হামলার কয়েক ঘণ্টা পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

|

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়শে মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের বালাকোটে মঙ্গলবার ভোরে বিমান হামলা করে ভারত।

এতে ৩৫০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে ভারতীয় মিডিয়া দাবি করলেও পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বালাকোটের বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গভীর রাতের হামলা বেশ কিছু গাছপালা ধ্বংস হয়েছে এবং একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

এদিকে সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে ওড়িষ্যা রাজ্যের উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। সফলভাবে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি নাম হলো ‘Quick Reaction Surface-to-Air Missile’ বা QRSAM.

এটি ভারতীয় সেনাবাহিনীর তৈরি একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র; যা ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে নিক্ষেপযোগ্য।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের গাড়ি বহরে জয়শে মোহাম্মদ হামলা চালালে অন্তত ৪৪ জন সেনা নিহত হয়। তারপর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার হুমকি দেয়া হয়। তার ১২ দিন পর পাল্টা হামলা চালালো ভারত।

সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply