সরে দাঁড়াচ্ছেন ছাত্রলীগের বিদ্রোহীরা

|

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ছাত্রলীগের বিদ্রোহী প্রার্থীরা।

জানা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহীরা প্যানেল ঘোষণার পর তাদের অবস্থান পরিবর্তনের ব্যাপারে সচেষ্ট হন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নেতারা। সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তারা ডাকসুর শীর্ষ পদের ৪ বিদ্রোহী নেতাকে নিয়ে রুদ্ধদার বৈঠকে বসেন। প্রায় দুঘন্টা ধরে চলে বৈঠক। ডাকসু নির্বাচনের ব্যাপারে দলীয় সভানেত্রীর নির্দেশনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এরপরই সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রাজি হন বিদ্রোহী প্রার্থীরা। ছাত্রলীগ বিদ্রোহী প্যানেলের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট করা হবে বলে আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্তদের সুত্রে জানা গেছে।

সোমবার দুপুরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ছাত্রলীগের বিদ্রোহীরা প্যানেল ঘোষণা করে। ভিপি পদে সোহান খান ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বুলবুল, এজিএস পদে মো রনি কে প্রার্থী দিয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply