ডাস্ট‌বিনে মিললো ২০টি স্বর্ণের বার

|

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ২০টি স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দারা অভিযানের আজ সোমবার সময় বারগুলো উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ জানায়, বিকাল ৫টার দিকে এ্যাপ্রোনের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের ডাস্টবিনের ভিতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২০ টি বার (যার মোট ওজন ২৩২৪ গ্রাম ) উদ্ধার করা হয়।

পরে কাস্টমহাউজের ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্হার উপস্থিতিতে স্কচটেপ খুলে দেখা যায় বারগুলো স্বর্ণের। উদ্ধারকৃত স্বর্ণবার এর মোট মূল্য প্রায় ১ কোটি ১৬ লক্ষ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply