বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে পারে উত্তর কোরিয়া: ট্রাম্প

|

উত্তর কোরিয়া বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য কোরিয়াকে তার পরমাণু কর্মসূচী ত্যাগ করতে হবে বলেও জানান তিনি।

গতকাল এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, চেয়ারম্যান কিম বুঝতে পারছেন, সম্ভবত পারমানবিক অস্ত্র ছাড়া তার দেশ অন্যান্যদের চেয়ে দ্রুতই বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারবে। তার অবস্থান ও তার জনগণের জন্য এটি আরও বেশি সম্ভাবনাময়।

অন্যদিকে ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন পিয়ংইয়ং একটি পারমাণবিক হুমকি।

ভিয়েতনামের হ্যানয়িতে ২৭-২৮ ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মত বৈঠকে মিলিত হবে উত্তর কোরিয়ান নেতা কিম জং ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরআগে সিঙ্গাপুরে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন ট্রাম্প ও কিম। সেসময় কোরিয়াকে পারমাণবিক অস্ত্র হতে বিরত রাখতে তাদের মধ্যকার স্বাক্ষরিত চুক্তিগুলো অনেকটা গোপন রাখা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply