ব্রেক্সিট নিয়ে পূনরায় ভোটাভুটি ১২ মার্চ

|

ব্রেক্সিট চুক্তির ওপর ব্রিটিশ পার্লামেন্টে পূনরায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে ১২ মার্চ। ভোটের আগেই চুক্তিতে বেশ কিছু সংশোধনী আনা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

চলতি সপ্তাহেই ভোটাভুটির কথা থাকলেও চুক্তি নিয়ে আরও আলোচনার প্রয়োজনে তা পিছিয়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দু’দিন ব্যাপি ইইউ-আরব লীগ সম্মেলনে যোগ দিতে রোববার মিসর যান থেরেসা মে। সম্মেলনের সাইডলাইনে ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। আলোচনা ইতিবাচক দাবি করে, ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া কার্যকরের বিষয়ে আশাবাদ জানান মে। পার্লামেন্টে ভোটাভুটির আগে ব্রাসেলসে ইউরোপিয় নেতাদের সাথে আরও কয়েক দফা আলোচনার ঘোষণাও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply