অস্কার: সেরা চলচ্চিত্র ‘গ্রিন বুক’, সেরা পরিচালক আলফানসো কুয়ারন

|

হলিউডের সবচেয়ে মর্যাদার আসর অস্কারের পর্দা উঠেছে। ৯১তম অস্কার আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে গ্রিন বুক।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা থেকে ৯১তম অস্কারের মূল অনুষ্ঠান শুরু হয়।ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

২০১৯ সালের অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নিয়েছে আলফনসো কুয়ারনের ‘রোমা’ ছবিটি। মেক্সিকান এই ছবিটি নির্মিত হয়েছে স্প্যানিশ ভাষায়।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি প্রথমবার অস্কার পেলেন।

সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রামি সাঈদ মালেক। বোহেমিয়ান রাপসাডি চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পেলেন।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা পরিচালক হয়েছে আলফোনসো কুয়ারন। মেক্সিকান সিনেমা ‘রোমা’ নির্মাণ করে তিনি দ্বিতীয়বারের মতো অস্কার পেলেন। একই সিনেমার জন্য সেরা বিদেশি ভাষার পুরস্কারের উঠেছে তার হাতে।

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মাহেরশালা আলি। ‘গ্রিন বুক’ ছবিতে অভিনয় করে তিনি এই পুরস্কার জিতেন। মাহেরশালা দুই বছর আগেও ‘মুনলাইট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতে নিয়েছিলেন।

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রেগিনা কিং, ইফ বেলে স্ট্রিট কুড টক ছবিটির জন্য।

সেরা এনিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে, স্পাইডারম্যান: ইনট্যু দ্য স্পাইডার-ভার্স।

সেরা ডকুমেন্টারি ফিচার: ফ্রি সলো।

সেরা প্রোডাকশন ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, হান্না বেচলার ও জে হার্ট।

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, রুট ই কার্টার।

সেরা সিনেমাটোগ্রাফি: রোমা, আলফানসো কুরনার।

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: ভাইস, গ্রেগ ক্যানমন, কেট বিসকো, প্যাট্রিসিয়া ডিহ্যানি।

সেরা সাউন্ড এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, পল ম্যাসি, টিম ক্যাভিগান, জন সেসলি।

বেস্ট ফিল্ম এডিটিং: বোহেমিয়ান রেপসোডি, জন অটোমেন।

বেস্ট এনিমেটেড শর্টফিল্ম: বাও

এবারের অস্কার আসর কিছুটা ব্যতিক্রম। কেভিন হার্ট অস্কার উপস্থাপনা থেকে সরে আসায় এবার আসরে নেই কোনো সঞ্চালক। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম এমনটা ঘটলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply