পাক সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ইমরানের

|

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ইস্যুতে ভারত কোন আগ্রাসী পদক্ষেপ নিলে সেনাবাহিনীকে উচিত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার, জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এমন বিবৃতি দেন দেশটির প্রধানমন্ত্রী।

তাতে বলা হয়, পুলওয়ামায় সংঘটিত হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই জড়িত নয় পাকিস্তান। বরং ভারতের অভ্যন্তরেই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হয়েছে।

বিবৃতিতে, ইসলামাবাদের পক্ষ থেকে তদন্তে সহায়তার প্রস্তাবও দেয়া হয়। একইসাথে, বলা হয় পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কেউ জঙ্গি তৎপরতা চালালে, তাকে ক্ষমা করবে না সরকার। প্রতিবেশীর সাথে সংলাপে বসার আহ্বানও জানায় পাকিস্তান।

কিন্তু, ভারত কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামা এলাকায় সিআরপিএফ সদস্যদের ওপর বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান ৪৪ ভারতীয় নিরাপত্তা সদস্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply