গাড়িতে গ্যাস সিলিন্ডার বন্ধের চিন্তা করছে সরকার: ওবায়দুল কাদের

|

গণপরিবহনে ব্যবহৃত মেয়াদউত্তীর্ণ গ্যাস সিলিন্ডার পরিক্ষা-নিরীক্ষার মাধ্যমে দ্রুত অপসারণে বিআরটিএকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সকালে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, গাড়িতে গ্যাস সিলিন্ডার বন্ধের চিন্তাও করছে সরকার, এক্ষেত্রে বিকল্প চিন্তা করতে সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া পুরান ঢাকা থেকে দ্রুত সম্ভব কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছোট গাফিলতি বড় ধরণের ক্ষতি ডেকে আনতে পারে তাই কেমিকেল গোডাউন সরানোর কোন বিকল্প নেই।

এসময় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বার্ন ইউনিটে ভর্তি সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply