আগুন নেভাতে বিমান বাহিনীর দুই হেলিকপ্টার

|

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আগুন নেভাতে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হচ্ছে বলে জানিয়েছেন এয়ার কমোডর মো. জাহিদ হোসেন।

বুধবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বলেন, ‘বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তেজগাঁও বিমানবন্দর থেকে ৩টা ৪৮ মিনিটে পানি নিয়ে হেলিকপ্টার দুটি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এরপর আকাশ থেকে পানি ছেটানো হয়।’

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীর চকবাজার এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ৫০জনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply