চকবাজারে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে মেয়র সাঈদ খোকন

|

চকবাজারের চুড়িহাট্টি এলাকায় ভয়াবহ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি রাত দেড়টার পর ঘটনাস্থলে আসেন।

এসময় সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, আগুন লাগার যেসব কারণ রয়েছে, নিহতের সংখ্যা সব বিষয় আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানাবো। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এখানে আছেন। আশা করছি অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবো। দেশবাসীর দোয়া চাচ্ছি যেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি।

বুধবার রাত ১০টা ৪০ মিনিটে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ওয়াহিদ ম্যানশনে ছড়িয়ে পড়ে। ওই ভবনের নিচে দুইটি হোটেল ছিলো। পাশপাশি দ্বিতীয় তলায় ছিলো কেমিক্যাল কারখানা। হোটেলের সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন আরো ছড়িয়ে কারখানায় ধরে যায়। এরপর মুহূর্তেই আগুন পাশের তিনটি ভবনে লেগে যায়। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply