রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুন, নিহত ১

|

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে দগ্ধ ১৫ জনসহ ঢাকা মেডিকেলে ২৬ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে নিহত হয়েছেন কমপক্ষে একজন। আজ বুধবার রাত ১০টা ৪০ মিনিটে শাহী মসজিদের পেছনের পাচতলা ভবনটিতে আগুন লাগে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা.হোসাইন ইমাম জানান, বার্ন ইউনিটে দশজন ভর্তি আছেন। আহতদের চারজনের অবস্থা আশংকাজনক। তারা হলেন- আনোয়ার ২৮ শতাংশ, রেজাউল ৫১ শতাংশ, সোহাগ ৬০ শতাংশ, জাকির ৩৫ শতাংশ দেহ পুড়ে গেছে। একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির সিলেন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে ভবনটির দ্বিতীয় তলায় একটি কেমিক্যালের গোডাউন আছে। নীচ তলায় দুইটো হোটেল রয়েছে। তিনি বলেন, পাশের আরো তিনটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছি।

রিবেন আরো জানান, ঢাকার প্রায় সবগুলো ইউনিট ঘটনাস্থলে রয়েছে। পাশপাশি গাজিপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জের ইউনিটগুলোকে রওনা করার নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply