মনু নদ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

|

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মনু নদ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও শহর রক্ষা বাঁধ সংস্কার এর দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা‘র) আয়োজনে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

বুধবার দুপুরে শহরের শান্তিবাগ এলাকায় মনু নদের চরে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শত মানুষ অংশগ্রহণ করে। বাপার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, ব্যবসায়ী এম এ আহাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুর হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, গতবছরের বন্যার ভয়াবহতা এখনও মানুষের মন থেকে এখনও কাটেনি। এই অবস্থায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক মনু নদের ২৩কিলোমিটার খনন কাজ গত বছর শুরু হবার কথা ছিলো কিন্তু কাজের মেয়াদ প্রায় শেষ হলেও কাজের ধীর গতির কারণে উদ্বিগ্ন মৌলভীবাজারের মানুষ। এছাড়া মনু নদ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও শহর রক্ষা বাধ অবিলম্বে সংস্কার এর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply