জাজিরা প্রান্তে পৌঁছেছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান

|

জাজিরা প্রান্তে পৌঁছেছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান। আজ বুধবার সকাল থেকে সেই স্প্যান বসানোর কাজ শুরু করেছেন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ঘন কুয়াশায় স্প্যান বসাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

পদ্মা সুপার স্ট্রাকচারের ৩৫ ও ৩৬ নম্বর পিলারে বসছে ৮ম স্প্যান। গতকাল মুন্সীগঞ্জের মাওয়া থেকে ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি নিয়ে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করে ভাসমান ক্রেন তিয়ান-ই।

এর আগে জাজিরা প্রান্তে ৬টি এবং মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়। অষ্টম স্প্যানটি বসলে সেতুর ১২শ মিটার দৃশ্যমান হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply