বুধবার বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান

|

পদ্মা সেতুর সপ্তম স্প্যান নিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে জাজিরায় রওয়ানা দিয়েছে ভাসমান ক্রেন।

সকালে লৌহজং থেকে ১৫০ মিটার দীর্ঘ স্প্যান নিয়ে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করে ভাসমান ক্রেন তিয়ান-ই।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি কাল সকাল নাগাদ জাজিরা প্রান্তে পৌঁছবে। পদ্মা সুপার স্ট্রাকচারের ৩৫ ও ৩৬ নাম্বার পিলারে বসবে সপ্তম স্প্যান। এর আগে, জাজিরা প্রান্তে ষষ্ঠ ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply